IQNA

0:01 - September 18, 2020
সংবাদ: 2611492
তেহরান (ইকনা): সৌদি আরবের মক্কার মায়সান অঞ্চলের জাবাল আমাদ পাহাড়ে ভ'য়াব'হ অ'গ্নিকা'ণ্ডের ঘ'টনা ঘ'টেছে। পাহাড়ে দ্রু'তগতিতে আগুনের লেলিহান শিখা ছ'ড়িয়ে পড়ছে। উচুনিচু রাস্তা এবং গাছপালার ঘনত্বের কারণে আগুন নি'য়'ন্ত্রণে বে'গ পা'চ্ছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

বুধবার ভোরে জাবাল আমাদে আগুনের সূ'ত্রপা'ত হয়। খবর পেয়ে আগুন নিয়'ন্ত্রণে অংশ নেয় সিভিল ডিফে'ন্স ফো'র্সের সদস্যরা।

টুইট বার্তায় মক্কার কর্তৃপক্ষ জানায়, মায়সানের জাবাল আমাদ পাহাড়ের একটি বনাঞ্চল থেকে প্রথম আগুনের সূ'ত্রপা'ত হয়। এখনো পর্যন্ত কেউ হ'তাহ'ত হয়নি বলেও জানানো হয়।
সূত্র: mtnews24

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: