IQNA

ফিলিস্তিনি কৃষকদের জমির ধ্বংস করছে ইসরাইল + ছবি

23:51 - September 19, 2020
সংবাদ: 2611502
তেহরান (ইকনা): ইহুদিবাদী ইসরাইলের সেনারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের কৃষিজমিতে প্রবেশ করে গাছ কেটে তাদের জমি ধ্বংস করেছে।

নাবলাসের দক্ষিণাঞ্চলের একটি গ্রামের কৃষি জমি নষ্ট করার জন্য ফিলিস্তিনি কৃষকদের সাথে ইহুদিবাদী ইসরাইলি জনগণ ও সেনাদের সাথে সংঘর্ষ হয়েছে। আগে থেকে চরমপন্থি ইহুদিরা এই জমি দখলের হুমকি দিয়েছিল।

কৃষকরা তাদের জমি চাষাবাদ করার চেষ্টা করলে, তাদের উপর জায়নবাদীরা আক্রমণ করে কৃষি জমিতে আগুন ধরিয়ে দেয়।

এদিকে আল-আলম নিউজ নেটওয়ার্কও জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর সহায়তায় সালাফিট প্রদেশের পশ্চিমে বদিয়া গ্রামে "খালেহ আয়ান" এবং "খালেহ হাসান" নামক দুটি অঞ্চলে একদল জায়নিস্ট হামলা চালিয়ে ফিলিস্তিনের কৃষিজমি ধ্বংস করে দেয়।

এসময় উগ্র ইহুদিরা ফিলিস্তিনি কৃষকদের জাইতুন ও ডুমুর গাছ কেটে দিয়ে তাদের কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি করেছে।

জায়নিস্ট সরকার এই অঞ্চলগুলিকে অধিকৃত অঞ্চলগুলিতে সংযুক্ত করার চেষ্টা করছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করার জন্য ইহুদিবাদী ইসরাইলি সরকার করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে অপব্যবহার করছে।qna
.

تخریب اراضی کشاورزان فلسطینی از سوی صهیونیست‌ها + عکس
 
تخریب اراضی کشاورزان فلسطینی از سوی صهیونیست‌ها + عکس
 
تخریب اراضی کشاورزان فلسطینی از سوی صهیونیست‌ها + عکس
 
تخریب اراضی کشاورزان فلسطینی از سوی صهیونیست‌ها + عکس
 
captcha