আস-সায়াতুল আখিরা” ডকুমেন্টারিটি এই দুই বীর শহিদের স্মরণে হাশদ আশ-শাবির পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে।
ডকুমেন্টারিটি পরিচালনা করেছেন "আলী হায়দার" এবং প্রযোজনা করেছে আল-হাশদ আল-শাবি। শহীদ কাসেম সোলাইমানি এবং আবু মাহদী আল-মোহনদেসের জীবনের শেষ কয়েক ঘণ্টা তুলে ধরা হয়েছে এবং এই সন্ত্রাসী অপরাধের পটভূমি অনুসন্ধান করা হয়েছে।
আল-হাশদ আল-শাবি’র নিউজ ওয়েবসাইট এই ডকুমেন্টারির প্রথম ট্রেলার প্রকাশের পর ঘোষণা করছে: এই দুই বীর শহীদের প্রথম শাহাদাত বার্ষিকীতে এই ডকুমেন্টারিটি প্রকাশ করা হবে।
২০২০ সালের ৩য় জানুয়ারি শুক্রবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সেদেশের প্রতিরক্ষা বিভাগের (পেন্টাগন) ড্রোন ব্যবহার করে বাগদাদ বিমানবন্দরে এক সন্ত্রাসী হামলায় ইরানের রেভোলিউশনারি গার্ডসের অভিজাত বাহিনী কুদ'স ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলেইমানি এবং ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী আল-হাশদ শাবি’র সাবেক সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদেসকে শহীদ করা হয়েছে। iqna