IQNA

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণের নিন্দা জানালো জাতিসংঘ

18:46 - November 30, 2014
সংবাদ: 2613505
আন্তর্জাতিক বিভাগ: জাতিসংঘের মহাসচিব নাইজেরিয়ায় কানো শহরের কেন্দ্রীয় মসজিদে বোমা বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এ ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে সনাক্ত করে গ্রেফতারের আহ্বান জানিয়েছেন।

‘Daily Times’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জাতিসংঘের মহাসচিব বান কি মুন জানিয়েছেন: জাতিসংঘ, নাইজেরিয়ার সহায়ক হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে।
বানের মুখপাত্র নিউ ইয়র্কে এ বিবৃতি প্রকাশ করেছে। এ বিবৃতিতে তিনি নাইজেরিয়ার সবচেয়ে বড় মসজিদে বোমা বিস্ফোরণের পিছনে যারা জড়িত রয়েছে তাদেরকে তীব্র নিন্দা জানিয়েছেন।
নাইজেরিয়ার পুলিশ জানিয়েছে, কানো’র কেন্দ্রীয় মসজিদে ২৮শে নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের সময় দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে এবং পরবর্তীতে ঘটনাস্থল থেকে কয়েক জন নামাজী পালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয়ের কয়েক জন সশস্ত্র সন্ত্রাসী তাদেরকে গুলি করে হত্যা করে।
জুম্মার নামাজ শুরু হওয়ার পর দুপুর ২টায় এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে এখনও পর্যন্ত সনাক্ত করা হয়নি। তবে অজ্ঞাত পরিচয়ের ১৫ জন সশস্ত্র সন্ত্রাসী ছিল বলে ধারণা করা হচ্ছে।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের সবথেকে বড় শহর কানো এবং অধিকাংশ মুসলমান এ শহরে বসবাস করেন।

2612987

 

captcha