বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআন অবমাননার এই ভিডিওটি ৮ম জানুয়ারিতে সামাজিক নেটওয়ার্কে প্রচার করা হয়েছে।
এ নরপশু মহিলা ইসলাম ধর্মের প্রতি কটাক্ষ আচরণ করে ইসলাম ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। এ ভিডিওতে এ মহিলা পবিত্র কুরআন সম্পর্কে কটূক্তি বক্তব্য বলেছে এবং ইসলাম ধর্মকে (১.৭ বিলিয়ন অনুসারীকে) অপবিত্র বায়ু হিসেবে অভিযুক্ত করেছে।
এ মহিলা নিজেকে মুসলমান হিসেবে দাবী করে! বলেছে: “সবকিছু পরিবর্তন করতে হবে, শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা পরিবর্তন করতে হবে এবং জনগণ নিজেদেরকে এই মাজহাব থেকে দুরে সরে যাবে!”
অথচ বিশ্বের সকল মুসলমান এক বাক্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে সাপ্তাহিক ম্যাগাজিন চার্লি হেবডোর অফিসে সন্ত্রাসীদের হামলাকে কঠোন নিন্দা প্রকাশ করেছে এবং এ অফিসে সন্ত্রাসী হামলার পর দেশটির বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মসজিদে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
2690686