IQNA

পাকিস্তানে ‘আশুরা ও হুসাইনী আন্দোলন’ শীর্ষক বিশ্লেষণধর্মী সভা অনুষ্ঠিত

20:08 - April 14, 2015
সংবাদ: 3143966
আন্তর্জাতিক বিভাগ : গবেষণাধর্মী ও বিশ্লেষণমূলক সভা ‘আশুরার ঘটনা ও ইমাম হুসাইন (আ.) এর আন্দোলন’ গত রোববার (১২ই এপ্র্রিল) ইসলামাবাদের ‘আল-কাওসার’ ইসলামি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।


ইমাম হুসাইন (আ.) এর মাজারের ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : গবেষণাধর্মী এ সভাতে নির্বাচিত ১০টি প্রবন্ধ উপস্থাপিত হয়।

ইমাম হুসাইন (আ.) এর মাজার পরিচালনা পরিষদ ও আল-কাওসার বিশ্ববিদ্যালয়ের মাঝে সমন্বয়কারী মুসলিম আব্বাস সাকবান এ সম্পর্কে জানিয়েছেন : লেখক ও গবেষকদেরকে আশুরার ঘটনা এবং ইমাম হুসাইন (আ.) এর আন্দোলনের বিষয়ে লেখার প্রতি উত্সাহিত করতে ইমাম হুসাইন (আ.) এর মাজারের মুতাওয়াল্লি শাইখ আব্দুল মাহদি কারবালায়ী বিশেষ পুরস্কার ধার্য্য করেছেন। প্রথম স্থান অধিকারকারী পুরুস্কার হিসেবে ইরাকের কারবালাসহ অন্যান্য মাজার যেয়ারতে সুযোগ পাবে। পাশাপাশি অপর ৯ জনকে নগদ পুরস্কার প্রদান করা হবে।

আল-কাউসার ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহমাদ হুসাইন ফাখরুদ্দীন বলেন : এ সকল প্রবন্ধ বিশেষ পত্রিকা আকারে প্রকাশিত এবং পাকিস্তানে বিতরণ করা হবে। ঘোষণার দেড় মাসের মধ্যে ২ শতাধিক প্রবন্ধ আমাদের হাতে এসে জমা হয়েছে।

তিনি বলেন : গবেষকদের মধ্য থেকে নির্বাচিত ১০ জনের নাম আজ (১৪ই এপ্র্রিল) ঘোষণা হওয়ার কথা রয়েছে।

বলাবাহুল্য, ইসলামাবাদের চলমান ‘নাসিম-এ কারবালা’ শীর্ষক সাংস্কৃতিক সপ্তাহ’র কর্মসূচীর আওতায় বিশ্লেষণমূলক এ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সাংস্কৃতিক সপ্তাহ ইমাম হুসাইন (আ.) এর মাজার তত্ত্বাবধায়ক পরিষদের উদ্যোগে এবং আল-কাওসার ইসলামি বিশ্ববিদ্যালয় ও ইরাকের অন্যান্য মাজারের তত্ত্বাবধায়ক পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।# 3140594

captcha