IQNA

মিশরের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সুদানের প্রতিনিধির উপস্থিত

23:47 - April 17, 2015
সংবাদ: 3162660
আন্তর্জাতিক বিভাগ: মিশরে আসন্ন ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার পদ্ধতির সাথে পরিচিত হওয়ার উদ্দেশ্যে সুদানের প্রতিনিধি দল এ প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।

বার্তা সংস্থা ইকনা: মিশরে আগামী কাল (১৮ই এপ্রিল) ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতা ২৩শে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।
মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ সিসির তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সুদানের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আয়োজক ‘খার্তুম পুরস্কার’ নামক এক প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সুদানের পবিত্র কুরআন জামায়াতের মহাসচিব আব্দুর রহমান মুহাম্মাদ আলী সায়িদের নিকট থেকে মিশরের প্রধানমন্ত্রী মুহাম্মদ মুখতার জুময়ে  একটি আবেদন পত্র গ্রহণ করেছেন।

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ক্ষেত্রে মিশরের অভিজ্ঞতা, প্রতিযোগিতা নিরীক্ষণ ও বিচার বিভাগ সহ অন্যান্য বিষয়ের সাথে পরিচিত হওয়ার উদ্দেশ্যে এ প্রতিনিধি দল মিশরের ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
সুদানের খার্তুম পুরস্কার নামক আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার পরিচালক মুহাম্মাদ জেইন মুবারুক এবং উক্ত বোর্ডের প্রযুক্তি বিভাগের প্রধান আহমেদ হাশেম আহমেদ হাশেম এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
3148328

captcha