বার্তা সংস্থা ইকনা: কুরআন হেফজ, তারতিল ও তাফসিরের আলোকে অনুষ্ঠিত উক্ত কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান কায়রোর একটি হোটেলে সেদেশের প্রধানমন্ত্রীর ইব্রাহিম মেহলেবের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির ধর্ম মন্ত্রী মুহাম্মাদ মুখতার জুময়ে সহ রাজনৈতিক ব্যক্তিত্ব মণ্ডলী, চিন্তাবিদ ও পণ্ডিতগণ উপস্থিত ছিলেন।
মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ সিসির সমর্থনে ধর্ম ও আওকাফ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মিশর, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, কুয়েত, সৌদি আরব, সুদান, ওমান ও সেনেগাল সহ বিশ্বের ৭০টি দেশ থেকে ১০০ জন প্রতিযোগীর অংশগ্রহণে ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
আগামী বুধবার থেকে এ প্রতিযোগিতা শুরু হবে এবং পবিত্র কুরআনের শানে নুযূল, তাফসির এবং তারতীল সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগের প্রতিযোগিতার প্রথম পর্বে শীর্ষ স্থানে উত্তীর্ণদের মধ্যে ৫ জনকে পর্যায়ক্রমে ১ লাখ মিশরীয় পাউন্ড, ৭০ হাজার পাউন্ড, ৫০ হাজার পাউন্ড, ৩৫ হাজার পাউন্ড ও ৩০ হাজার পাউন্ড অনুদান করা হবে।
এ প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে সম্পূর্ণ হেফজ সহকারে ৩০ পারার তাফসীর এবং নৈতিক মান সম্পর্কে বিভিন্ন প্রশ্ন থাকবে। আর এ পর্বের শীর্ষ স্থানে উত্তীর্ণদের মধ্যে ৫ জনকে পর্যায়ক্রমে ৬০ হাজার মিশরীয় পাউন্ড, ৫০ হাজার পাউন্ড, ৪০ হাজার পাউন্ড, ৩০ হাজার পাউন্ড ও ২০ হাজার পাউন্ড অনুদান করা হবে।
উক্ত প্রতিযোগিতার তৃতীয় পর্বে ২০ পারা হেফজ বিভাগে শীর্ষ স্থানে উত্তীর্ণদের মধ্যে ৫ জনকে পর্যায়ক্রমে ৫০ হাজার মিশরীয় পাউন্ড, ৪০ হাজার পাউন্ড, ৩০ হাজার পাউন্ড, ২০ হাজার পাউন্ড ও ১৫ হাজার পাউন্ড অনুদান করা হবে।
মিশরে ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ৪র্থ পর্ব অ-আরবি ভাষীদের জন্য অনুষ্ঠিত হবে এবং বিভাগে শীর্ষ স্থানে উত্তীর্ণদের মধ্যে ৫ জনকে পর্যায়ক্রমে ৩৫ হাজার মিশরীয় পাউন্ড, ৩০ হাজার পাউন্ড, ২০ হাজার পাউন্ড, ১৫ হাজার পাউন্ড ও ১০ হাজার পাউন্ড অনুদান করা হবে।
3165984