IQNA

আয়াতুল্লাহ সিসতানির সাথে দেখা করলেন জাতিসংঘের প্রতিনিধি

23:51 - April 20, 2015
সংবাদ: 3182176
আন্তর্জাতিক বিভাগ: ইরাকে অবস্থিত জাতিসংঘের প্রতিনিধি ‘ইয়ান কুবিশ’ আজ (২০শে এপ্রিল) পবিত্র নগরী নাজাফে সেদেশের সর্বোচ্চ শিয়া নেতা আয়াতুল্লাহিল আযিমী সিসতানি’র সাথে দেখা করেছেন।


বার্তা সংস্থা ইকনা: জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতিনিধি ইয়ান কুবিশ আজ সকালে পবিত্র নগরী নাজাফে প্রবেশ করেন এবং সর্বপ্রথম ইমাম আলী (আ.)এর মাযার যিয়ারত করেন।
আমিরুল মুমিনীন আলী (আ.)এর মাযার যিয়ারত করার পর ইয়ান কুবিশ ইরাকের সর্বোচ্চ শিয়া নেতা আয়াতুল্লাহিল আযিমী সাইয়্যেদ আলী সিসতানি’র সাথে দেখা করেছেন।
জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতিনিধির ইরাকের অন্যান্য মারযায়ে তাকলীদের সাথে দেখা করার কথা রয়েছে।
ইরাকে জাতিসংঘ মহাসচিবের নতুন প্রতিনিধি হিসেবে ফেব্রুয়ারি মাসে নিকোলাই মিলাডিনুফের স্থানে ইয়ান কুবিশ নির্বাচিত হন।
3179048

captcha