বার্তা সংস্থা ইকনা : নারীদের হেফজ, তেলাওয়াত ও তাফসির বিষয়ক ‘আল-হাশেমি’ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ১০ম অধিবেশন গত সোমবার এদেশের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য অঞ্চলের ২১টি দেশের ৫৫ জন প্রতিদ্বন্দী অংশগ্রহণ করছেন এ প্রতিযোগিতায়।
জর্ডানের ওয়াকফ বিষয়ক মন্ত্রী ‘হায়েল আব্দুল হাফিজ দাউদ’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন : জর্ডান সরকার ঈমান ও তাকওয়া শক্তিশালী করণ এবং কুরআন ও সুন্নতকে আঁকড়ে ধরতে জনগণকে উত্সাহিত করার লক্ষ্যে যে সকল পদক্ষেপ গ্রহণ করে থাকে এ প্রতিযোগিতার আয়োজন সেগুলোর অন্যতম।
ওয়াকফ মন্ত্রণালয়ের নারী বিষয়ক বিভাগের প্রধান ওয়াফা আল-আমেদ এ সম্পর্ক বলেন : কুরআন প্রশিক্ষণ ও হেফজ সংস্কৃতি প্রসারের লক্ষ্যে এ মন্ত্রণালয়ের প্রচেষ্টা সঠিক চিন্তধারার প্রসার এবং জনগণকে উগ্রতাবাদ, সহিংসতা এবং নৈতিক বিচ্যুতি থেকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এ প্রতিযোগিতা ৬ দিন ব্যাপী অব্যাহত থাকবে বলে জানা গেছে এবং প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করছে জর্ডানের ৪ জন, কাতারের একজন এবং আলজেরিয়ার একজন বিচারক। এ প্রতিযোগিতার হেফজ বিভাগে ইরানের প্রতিনিধিত্ব করছেন ‘হাজের মেহের আলইয়ান’।
3183261
সূত্র : দৈনিক ‘আদ-দাস্তুর’