বার্তা সংস্থা ইকনা : এ প্রশিক্ষণ কোর্স দু’টি নারী ও পুরুষ বিভাগে ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত হবে।
এ কোর্সের নারীদের বিভাগে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন ‘ইফতেখার মাকবাল হুসাইন’ এবং এতে প্রায় ২০ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
পাশাপাশি পুরুষদের বিভাগে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন ইরাকে কুরআনিক কার্যক্রম বিষয়ে তত্পর বিশিষ্ট ব্যক্তিত্ব উস্তাদ ‘আব্দুর রাজ্জাক মুতলাকিয়ান’। এ বিভাগে ২৫ জন পুরুষ অংশগ্রহণ করছেন।
3190959
সূত্র : কুরআন বিষয়ক বার্তা সংস্থা ‘ক্বাফ’