IQNA

কারবালায় কুরআনের শিক্ষকদের জন্য তাজবিদ বিষয়ক প্রশিক্ষণ কোর্স

17:07 - April 24, 2015
সংবাদ: 3200321
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের পবিত্র নগরী কারবালায় ইমাম হোসাইন (আ.)এর মাযারের দারুল কুরআনের পক্ষ থেকে কুরআনের শিক্ষকদের জন্য তাজবিদ বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হতে যাচ্ছে।


বার্তা সংস্থা ইকনা: পবিত্র নগরী কারবালার ‘খাতুমুল আম্বিয়া’ মিলনায়তনে ৯০ জন কুরআনে প্রশিক্ষকদের উপস্থিতিতে তাজবিদ এবং কুরআনের ক্লাস গ্রহণের পন্থার আলোকে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।
তাজবিদ এবং কুরআনের ক্লাস গ্রহণের পন্থার আলোকে উক্ত প্রশিক্ষণ কোর্স প্রতি সপ্তাহে শনিবার করে মোট ৪০ সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত হবে।
ইমাম হোসাইন (আ.)এর মাযারের দারুল কুরআনের কর্মকর্তা হাজি আলী আবুদ আত-তায়ী এ ব্যাপারে বলেন: উক্ত প্রশিক্ষণ কোর্স তাজবিদ বিশেষজ্ঞ অধ্যাপক ‘মোহাম্মাদ সাবাহ সালেহ’এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।
3191005

captcha