বার্তা সংস্থা ইকনা: মিশরের রাজধানী কায়রোয় গতকাল (২৩শে এপ্রিল) ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিযোগিতার প্রথম বিভাগে পবিত্র কুরআনের আখলাক বিষয়ক প্রশ্নের সাথে তারতিল ও তাজবিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ। এ বিভাগে পর্যায়ক্রমে মিশরের মোহাম্মাদ রমজান কামাল, মরক্কোর মোহাম্মাদ আল আতরুশ, লেবানন নাইম মাহের বুলুত, মিশরের তারিক শায়’বান, নাইজেরিয়ার ফয়সাল মুহাম্মাদ, কেনিয়া থেকে হেইছাম আহমেদ, আলজেরিয়া থেকে হামজা ইবনে জুদা, আফগানিস্তান থেকে ইজ্জাতুল্লাহ আব্দুল ওয়াহিদ, তিউনিসিয়া থেকে আইয়ুব ইবনে রফিক এবং মালাউই থেকে দাউদ কাযিম্বী উত্তীর্ণ হয়েছেন।
২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার দ্বিতীয় বিভাগ তারতিল, তাফসির ও তাজবিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজের আলোকে অনুষ্ঠিত হয়েছে। এ বিভাগে প্রথম স্থানের অধিকারী হয়েছেন মিশরের ফাতেমা আব্দুল হাকিম এবং দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন কেনিয়ার আব্দুল্লাহ ইউসুফ ইসমাইল।
তৃতীয় বিভাগে তারতিল ও তাজবিদ সহকারে ২০ পার কুরআন হেফজ বিভাগে প্রথম স্থানের অধিকারী হয়েছেন নাইজার থেকে মোহাম্মদ নাহিয়ান কাউসার।
চতুর্থ বিভাগে ৮ পারা (২৩ থেকে ৩০ পারা) কুরআন হেফজ বিভাগে বাংলাদেশের প্রতিনিধি ‘মুহাম্মাদ মাহাবুবুল্লাহ’ শীর্ষ স্থানের অধিকারী হয়েছেন।
মিশরে ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা বিশ্বের ৭০টি দেশের ১০০ জনের অধিক প্রতিনিধি এবং ৮ জন বিচারকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় উত্তীর্ণদের পবিত্র রমজান মাসে মিশরের প্রেসিডেন্ট "আবদুল ফাত্তাহ সিসি"র উপস্থিতিতে পুরস্কার অনুদান করা হবে।
3199256