বার্তা সংস্থা ইকনা: বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার কয়েক ঘণ্টা পরে, তার মুসলমান হওয়ার ব্যাপারে যে গুঞ্জন উঠেছিল তা সম্পূর্ণ রূপে অস্বীকার করেছিলেন। তবে তার দাদীর এ আহ্বানের এ গুঞ্জনের বিষয়টি আরও শক্তিশালী হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৮৮ বছরের সারাহ ওমর, ওবামার দাদার তৃতীয় স্ত্রী। ওমরাহ পালনের জন্য তিনি সৌদি আরব ভ্রমণ করেছেন। সৌদি আরবের ‘আল ওতান’ সংবাদ পত্রে এক সাক্ষাতকারে তিনি বলেন: আমার নাতি যাতে মুসলমান হয়, সে জন্য আমি নামাজ আদায় করেছি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসাইন ওবামার পিতা ‘হুসাইন ওনিয়াঙ্গো ওবামা’ একজন কেনিয়ান মুসলমান।
বারাক ওবামা বিভিন্ন অনুষ্ঠানে বহু বার খৃষ্টানদের পবিত্র গ্রন্থ বাইবেলের ওপর ভিত্তি করে নিজেকে খৃষ্টান বলে দাবী করেছেন। তবে তার ধর্মের ব্যাপারে অনেক আমেরিকানের সন্দেহ রয়েছে।
গত বছর আগস্ট মাসে পিউ নামক এক জনমত জরিপ সংস্থার জরিপ অনুযায়ী, ওবামার মুসলমান হওয়ার ব্যাপারে আমেরিকার ১৮ শতাংশ জনগণ রায় দিয়েছে এবং তার খৃষ্টান হওয়ার ব্যাপারে ৩৪ শতাংশ জনগণ রায় দিয়েছে।
3202548