IQNA

মালয়েশিয়া কুরআন প্রতিযোগিতার কার্যক্রম সমাপ্ত

16:39 - April 26, 2015
সংবাদ: 3212332
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : মালয়েশিয়ার সকল প্রদেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ৫৮তম কুরআন প্রতিযোগিতা গতকাল (২৪শে এপ্রিল) রাতে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে সমাপ্ত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা : পুরুষদের তেলাওয়াত বিভাগে আইনুদ্দীন হিলমি এবং নারীদের হাসনা হাসান প্রথম স্থান অধিকার করেছেন।

আইনুদ্দীন (৩২) এবং হাসনা হাসান (২৩) যথাক্রমে কালানাতান ও পাহাঙ্গ প্রদেশের প্রতিনিধিত্ব করছিলেন। তারা প্রথম পুরুষ্কার হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের হাত থেকে নগদ অর্থ, গাড়ী এবং হজ্বের সফরের টিকিট গ্রহণ করেন।

আগামী ৮ থেকে ১৪ই জুন কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে এ দুই বিজয়ী প্রতিযোগী।

আইনুদ্দীন হিলমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন : আমার মনোবল ও সংকল্প শক্তিশালী করার ক্ষেত্রে এ বিজয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আন্তর্জাতিক প্রতিযোগিতার সময় পর্যন্ত নিজ চেষ্টা অব্যাহত রাখবো, যাতে তেলাওয়াতের মান আরো বৃদ্ধি করতে পারি।

হাসনা হাসান বলেন : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে এটা আমার প্রথম অভিজ্ঞতা হলেও আমি এ প্রতিযোগিতায় সফলতা অর্জনে সর্বাত্মক চেষ্টা চালাবো।# 3209037

সূত্র : Bernama

captcha