বার্তা সংস্থা ইকনা: দুবাই’য়ের ‘মুহাম্মাদ বিন রাশিদ’ নামক কুরআন মুদ্রণ কেন্দ্র সাথে কুরআন অনুবাদের সাথে নিয়োজিত রিয়াদের ‘দারুস সালাম’ পাবলিশার্সের মধ্যে চুক্তিপত্রে স্বাক্ষর হয়েছে। এ চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমে দুবাইয়ে কুরআন মুদ্রণ কেন্দ্র বিশ্বের ৩০টিরও অধিক ভাষায় অনুবাদকৃত পবিত্র কুরআন প্রিন্ট ও প্রকাশ করবে।
এ কেন্দ্র জানিয়েছে, আন্তর্জাতিক মান সম্পন্ন কুরআন প্রিন্ট করার চেষ্টায় রয়েছে।
প্রতি বছর দুবাইয়ের কুরআন মুদ্রণ কেন্দ্র থেকে ৬০ লাখ কুরআন প্রিন্ট করা হয়। এ কেন্দ্রের কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিটি ধাপে ধর্মীয় বিশেষজ্ঞদের অধীনে এ সকল কুরআন প্রিন্ট করা হয়।
এ চুক্তিপত্র স্বাক্ষরের মাধ্যমে দুবাইয়ের কুরআন মুদ্রণ কেন্দ্র বিশ্বের ৩০টিরও অধিক ভাষায় পবিত্র কুরআন প্রিন্ট করতে পারবে এবং ধর্মীয় অন্যান্য অনুবাদকৃত গ্রন্থও প্রিন্ট করতে পারবে।
3224241