IQNA

তিউনিশিয়া কুরআন প্রতিযোগিতায় চতুর্থ ও পঞ্চম স্থান ইরানি প্রতিনিধির দখলে

8:25 - May 08, 2015
সংবাদ: 3272193
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : তিউনিশিয়ার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে গত বুধবার রাতে। এতে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছেন ইরানী প্রতিদ্বন্দীরা।


বার্তা সংস্থা ইকনা : ইরানি ক্বারী ও হাফেজদের অংশগ্রহণের মধ্য দিয়ে তিউনিশিয়ার পঞ্চম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের প্রতিযোগিতায় প্রথমবারের মত কোন ইরানি বিচারক এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, হেফজ বিভাগে ‘মুহাম্মাদ আলী ইসলামি’ চতুর্থ স্থান এবং তেলাওয়াত বিভাগে ‘রেজা গোলশাহী’ পঞ্চম স্থান অধিকার করেছেন। মুহাম্মাদ আলী ইসলামী হেফজ (পূর্ণ কুরআন) বিভাগে এবং রেজা গোলশাহী তেলাওয়াত ও ১৫ পারা হেফজ বিভাগে ইরানের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

বলাবাহুল্য, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ হাজ আবুল কাসেম প্রথমবারের মত বিচারকের দায়িত্ব পালন করেন। এ প্রতিযোগিতা গত ২রা মে থেকে ৬ই মে নাগাদ অনুষ্ঠিত হয় এতে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধি প্রতিদ্বন্দিতা করেছেন।



3268075

captcha