আন্তর্জাতিক বিভাগ: বর্ণবাদী ও ইসলাম বিরোধী রাজনীতি কারার জন্য বিখ্যাত ছিল সুইডেনের নিউনাযী ইসওয়ানসিকরনাস পার্টি। মুসলিম অভিবাসীদের দেশ থেকে বহিষ্কার ও তাদেরকে সেদেশে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করার লক্ষ্যে দলটি ২০০৮ সালে গঠিত হয়েছে।
সম্প্রতি নিউনাযী ইসওয়ানসিকরনাস পার্টির প্রধান "স্টিফেন জ্যাকবসন" নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে উল্লেখ করেছে: সুইডেনের নির্বাচনে বিপুল অর্থ বিনিয়োগ করা সত্ত্বেও ২০১৪ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে প্রয়োজনীয় ভোটে সংগ্রহ করতে সক্ষম হয়নি। আর এর দরুন এ পার্টি নিজেদের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দিচ্ছে।
উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে মোট ৭০ লাখ সঠিক ভোটের মধ্যে এ দলটি মাত্র ১০ হাজার ভোট পেয়েছে।
3285361