IQNA

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তৃতীয় দিনে ১৪ ক্বারি এবং ৭ হাফেজের উপস্থিত

23:09 - May 18, 2015
সংবাদ: 3305100
কুরআনিক বিভাগ: তেহরানে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তৃতীয় দিনে ১৪ জন ক্বারি এবং ৭ জন হাফেজ একে অপরের সাথে প্রতিযোগিতা করেন।

বার্তা সংস্থা ইকনা: ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তৃতীয় দিনের অনুষ্ঠানের শুরুতে ৩০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকার “এফতেখারি ওয়াহিদ ওকিলী” কুরআন তেলাওয়াত করেন।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিযোগিতার তৃতীয় দিনে তেলাওয়াত বিভাগে পর্যায়ক্রমে ইংল্যান্ডের ইলিয়াস, ফিলিপাইনের আব্দুল জলিল অমরুল, তিউনিশিয়ার বালহাসান ইবনে মুহাম্মাদ, অস্ট্রেলিয়ার মীর আলী সিনা এলমী, ফ্রান্সের অরামী রাহিম, ইসলামী প্রজাতন্ত্র ইরানের হাসান দানেশ, চাদ থেকে আদাম জেলদ হাসান, যুক্তরাষ্ট্রের হামিদ রেজা আততুলু’য়, ব্রাজিলের ফাদী হায়দার নায়মী, ইন্দোনেশিয়ার জাফর হুসাইন ভান, সৌদি আরব থেকে আব্দুল মাজিদ বিন আহমাদ আল হামাদান, ভারতের মোহাম্মাদ তাহা, তাজিকিস্তান থেকে কামরান কামাল জনি এবং ক্যামেরুন থেকে অদাম হাসান অংশগ্রহণ করেন।
এছাড়াও হেফজ বিভাগে যথাক্রমে চাদের অদাম মুহাম্মাদ অদাম, নাইজেরিয়ার মুখতার মুহাম্মাদ মাহমুদ, পাকিস্তান থেকে আনাস আইয়ায, মালয়েশিয়ার মুহাম্মাদ শুক্বী বিন আব্দুল্লাহ, ক্যামেরুন থেকে হাসান গাম্বুতুম, থাইল্যান্ডের হাসান সামু, ভারতের আব্দুল বারী অংশগ্রহণ করেন।
3305043

captcha