IQNA

ফিলিপাইনের দৃষ্টি প্রতিবন্ধী প্রতিনিধি;

মহান আল্লাহ সাহায্যে ৭ মাসে পবিত্র কুরআন হেফজ করেছি

16:15 - May 19, 2015
সংবাদ: 3305526
আন্তর্জাতিক বিভাগ: তেহরানে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ফিলিপাইনের দৃষ্টি প্রতিবন্ধী প্রতিনিধি এক সাক্ষাৎকারে বলেন: “আমি ২০০১ সালে পবিত্র কুরআন হেফজ করা শুরু করি এবং মহান আল্লাহ সাহায্যে ৭ মাসের মধ্যে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছে।

বার্তা সংস্থা ইকনার সাথে এক সাক্ষাৎকারে ফিলিপাইনের দৃষ্টি প্রতিবন্ধী প্রতিনিধি আসকারী ডুমাগায় আলাভী বলেন: ২০০১ সালে আমার বয়স যখন ১৭ তখন আমি বিভিন্ন ক্বারিদের কুরআন তেলাওয়াত শুনে সাত মাসের মধ্যে সম্পূর্ণ কুরআন হেফজ করেছি।


তিনি বলেন: বিশ্বখ্যাত ক্বারিদের কুরআন তেলাওয়াত তথা হানী আর-রাফায়ী ও মোহাম্মাদ সাদিক আল মানশাভী সহ অন্যান্য ক্বারিদের কুরআন তেলাওয়াত শুনে পবিত্র কুরআনের আয়াত মুখস্থ করতাম।
৩০ বছর বয়সী এ হাফেজ বলেন: আমি প্রতিদিন ৬ ঘণ্টা করে কুরআন তেলাওয়াত শুনতাম এবং চর্চা করতাম। অবশেষে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছি। এখন আমি প্রতিদিন কুরআন তেলাওয়াত করি।
তিনি বলেন: ইরানে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি অনেক আনন্দিত। আমি প্রথম বারের মত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।
আসকারী ডুমাগায় আলাভী আরও বলেন: এ কুরআন প্রতিযোগিতার পরিবেশ অনেক ভালো। আমি আমার পারফরম্যান্সে সন্তুষ্ট। তবে আমি বিজয়ী হতে পারব বলে আমার মনে হচ্ছে না।
আলাভী তার নিজের জীবনে কোরান প্রভাবের কথা উল্লেখ করে বলেন: পবিত্র কুরআন আমার জীবনের আলো এবং আমার যা কিছু রয়েছে তা কুরআনের বরকতেই অর্জন করেছি।
এছাড়াও ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তেলাওয়াত বিভাগে ফিলিপাইনের ৪২ বছরের ক্বারি আব্দুল জলিল আমরুন বলেন: আমি শৈশব থেকে পবিত্র কুরআন তেলাওয়াত শুরু করেছি।


তিনি বলেন: কুরআনের ক্বারিদের মধ্যে আমি ওস্তাদ আব্দুল বাসিতের কুরআন তেলাওয়াত পছন্দ করি। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও প্রদেশের মারওভী শহরের আলেম ‘ইমাম হাসান শরিফ নুরে’র নিকটে আমি কুরআন তেলাওয়াত শিখেছি।
তিনি বলেন: আমি আমার পারফরম্যান্সে ন্তুষ্ট। তবে ইরানে সফল ক্বারির অভিজ্ঞতা দেখে মনে হচ্ছে এ প্রতিযোগিতায় তিনি প্রথম স্থানের অধিকারী হবেন।
ফিলিপাইনের ক্বারি বলেন: ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় আমি দ্বিতীয় বারের মত অংশগ্রহণ করছি। এছাড়াও আমি দুই বার মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় এবং একবার ইন্দোনেশিয়া অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি।
3305410

captcha