IQNA

মালয়েশিয়ার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ইরানী প্রতিনিধি ‘মোহসেন হোসাইনী কারগার’

18:12 - May 20, 2015
সংবাদ: 3306018
আন্তর্জাতিক বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের আওকাফ সংস্থা পক্ষ থেকে অনুষ্ঠিত ৩৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ ‘মোহসেন হোসাইনী কারগার’ মালয়েশিয়ার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

বার্তা সংস্থা ইকনা: ইরানের খোরাসান রাজাভি প্রদেশের বিশিষ্ট ক্বারি ‘মোহসেন হোসাইনী কারগার’। তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
‘মোহসেন হোসাইনী কারগার’ ৭ম জুনে ইরানের আওকাফ ও উমুরে খেয়রিয়া সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মালয়েশিয়া সফর করবেন এবং এ প্রতিযোগিতার শেষ পর্যন্ত তথা ১৭ই জুন পর্যন্ত সেদেশে অবস্থান করবেন।
বলাবাহুল্য, মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ৭ম জুন থেকে ১৭ই জুন পর্যন্ত অব্যাহত থাকবে।
3305993

captcha