বার্তা সংস্থা ইকনা: আজ রাতে (২২শে মে) তেহরানে অনুষ্ঠিত ৩২তম অন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের শেষে বিগত বছরের মত এ বছরেও প্রতিযোগিতার বিচারক, কর্মকর্তা ও বিশেষজ্ঞগণ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিবর্গ সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সাথে দেখা করবেন।
সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সাথে এ সাক্ষাৎ আগামী কাল (২৩শে মে) সকাল ১০টায় শুরু হবে এবং জোহরের আযান পর্যন্ত অব্যাহত থাকবে।
ওলীয়ে ফাকিহ’র প্রতিনিধি এবং ইরানের খেইরিয়f ও আওকাফ সংস্থার প্রধান এবং ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আলী মুহাম্মাদী এ প্রতিযোগিতার পরিচালনার আলোকে বিশেষ প্রতিবেদন সর্বোচ্চ নেতার নিকট জমা দেবেন।
৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তেলাওয়াত বিভাগে প্রথম স্থানের অধিকারী হাসান দানেশ এবং হেফজ বিভাগে প্রথম স্থানের অধিকারী হুজ্জাতুল ইসলাম রাজাভি সহ অন্যান্য প্রতিনিধি বর্গ এ অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করবেন।
3306257