IQNA

আমিরাতে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় উত্তীর্ণদের সম্মাননা প্রদর্শন

23:32 - May 27, 2015
সংবাদ: 3308629
আন্তর্জাতিক বিভাগ: সংযুক্ত আরব আমিরাতের শারজাহ’য় শিক্ষার্থীদের জন্য ৬ষ্ঠতম জাতীয় কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: শারজাহ’র কুরআন ও সুন্নত ইনস্টিটিউটের পক্ষ থেকে ‘জায়েযে আল ওসাত’ শিরোনামে ৬ষ্ঠতম জাতীয় কুরআন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় শীর্ষ স্থানে  উত্তীর্ণদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শারজাহ’র ‘আল জ্বীদ’ শহরে শারজাহ’র উপদেষ্টা পরিষদের সদস্য রশিদ আল মাহিয়ান; শারজাহ’র কুরআন ও সুন্নাহর ইনস্টিটিউটের প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান সুলতান মাতার বিন দালমুক; আল ওসাত অঞ্চলের কুরআন ও সুন্নাহর ইনস্টিটিউটের পরিচালক সালেহ ওবাইদ বিললেইছ আল তানিজ সহ বেশ কিছু কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বলাবাহুল্য, ৬ষ্ঠতম জাতীয় কুরআন প্রতিযোগিতায় অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ে ৫০০ জন্য ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। এ প্রতিযোগিতায় বয়স ভিত্তিতে এক পারা কুরআন মুখস্থ সহ সম্পূর্ণ কুরআন মুখস্থের আলোকে অনুষ্ঠিত হয়েছে।
3307673

captcha