IQNA

মালয়েশিয়ায় হেফজে কুরআন প্রশিক্ষণ বিষয়ক সম্মেলন

16:31 - May 31, 2015
সংবাদ: 3309767
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : প্রথমবারের মত হেফজে কুরআন প্রশিক্ষণ বিষয়ক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে মালয়েশিয়ার ইসলামি উন্নয়ন সংস্থা (জাকিম)।

বার্তা সংস্থা ইকনা : এ সম্মেলন মালয়েশিয়ার সালাঙ্গুর প্রদেশের ইসলামি শিক্ষা ইনস্টিটিউটে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জাকিমের মহাপরিচালক উসমান মুস্তাফা এ সম্পর্কে জানিয়েছেন : মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের প্রায় ২০০ ব্যক্তিত্ব এতে অংশগ্রহণ করবেন।
তিনি বলেন : সম্মেলনে অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা অন্যদের উদ্দেশ্যে উপস্থাপন করবেন।
মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জামিল খাইর বাহারামও এতে উপস্থিত থাকবেন।
উসমান মুস্তাফা আরো জানান : হাফেজদের চতুর্থ সমাবেশও এ সম্মেলনের অবকাশে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, হেফজ প্রশিক্ষণ বিষয়ক সম্মেলন আগামী কাল (সোমবার, ১লা জুন) থেকে শুরু হতে যাচ্ছে।

3309462
সূত্র : Bernama

captcha