IQNA

পবিত্র শাবে বরাত উপলক্ষে হল্যান্ডে কুরআন মাহফিল

19:37 - June 02, 2015
সংবাদ: 3310730
আন্তর্জাতিক বিভাগ: হল্যান্ডের ‘অসান’ শহরে পবিত্র শাবে বরাত এবং ইমাম মাহদী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন মাহফিল ৩১শে মে হল্যান্ডের লাহেহ শহরের আল কাউসার নামক সাংস্কৃতিক সেন্টারের অন্তর্গত দারুল কুরআনের পক্ষ থেকে ‘অসান’ শহরে ইমাম হুসাইন (আ.) মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
এ কুরআন মাহফিলে হল্যান্ডে বসবাসকৃত ইরাক সহ বিভিন্ন ইসলামি দেশের অধিবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
কুরআন মাহফিলে হল্যান্ডের আল কাউসার সাংস্কৃতিক সেন্টার থেকে জাফর আল বাদরী ও আলী আত-তারীহী এবং হল্যান্ডে বসবাসকৃত আফগানী অধিবাসী জলিল আহমেদ খেইরিয়ুন সহ জামজাম ও মুয়মেল নামের দুই যুবক পবিত্র কুরআন তেলাওয়াত করেছেন।
3310218

captcha