IQNA

পবিত্র রমজান মাস উপলক্ষে কুয়েতে কুরআন প্রতিযোগিতা

21:01 - June 08, 2015
সংবাদ: 3312260
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : কুয়েতের কুরআন ও সংস্কৃতি বিষয়ক কেন্দ্র ‘আলে ইয়াসিন’ পবিত্র রমজান মাসে ‘আলে ইয়াসিন’ শিরোনামে বিশেষ কুরআন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।


বার্তা সংস্থা ইকনা : এ প্রতিযোগিতা আগামী ২৬ ও ২৭ জুন কুয়েতি শিয়াদের আলে ইয়াসিন কুরআন ও সংস্কৃতি বিষয়ক কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতা ‘আলে দাশতি’র ইসলামি কেন্দ্রের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।

চার সদস্য বিশিষ্ট দল গঠন করে কুয়েতের কোন ইসলামি কেন্দ্রের পক্ষ থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে প্রতিযোগীরা।

তবে অংশগ্রহণকারীদের বয়স অবশ্যই ১২ বছরের উর্ধ্বে হতে হবে এবং প্রতিটি দল নিজের দলের জন্য একটি ইসলামি নাম বা শ্লোগান বেছে নেবে।

এছাড়া প্রত্যেক প্রতিদ্বন্দী শুধুমাত্র একটি গ্রুপে অংশগ্রহণ করার সুযোগ পাবে।#3312049

সূত্র : ক্বাফ

captcha