IQNA

মালয়েশিয়ায় ৫৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান

18:10 - June 09, 2015
সংবাদ: 3312669
আন্তর্জাতিক বিভাগ: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আজ (৯ম জুন) ৫৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: তেলাওয়াত বিভাগে ২৯টি দেশ, হেফজ বিভাগে ২৭টি দেশ এবং উভয় বিভাগে ২০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে কিছুক্ষণ পূর্বে মালয়েশিয়ার ৫৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


৫৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার, তেলাওয়াত বিভাগের প্রতিযোগিতা নারী এবং পুরুষ তথা উভয় প্রতিনিধিদের জন্য অনুষ্ঠিত হবে।


এ প্রতিযোগিতার তেলাওয়াত বিভাগে মালয়েশিয়ার পুরুষ এবং নারী বিভাগে দু’জন করে প্রতিনিধি অংশগ্রহণ করবেন। স্বাগতিক দেশ থেকে তেলাওয়াত বিভাগে এইন উদ্দিন হালিমী এবং হাসানান হাসান এ প্রতিযোগিতার নারীদের গ্রুপে অংশগ্রহণ করবে এবং পুরুষদের গ্রুপ হতে হেফজ বিভাগে (মালয়েশিয়ার অনুষ্ঠিত ৩৬তম জাতীয় কুরআন প্রতিযোগিতার বিজয়ী) মুহাম্মাদ শাযানী জামী এবং ফারিহ জুল কেইফ অংশগ্রহণ করবে।
এছাড়াও এ প্রতিযোগিতায় মিশর, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই এবং থাইল্যান্ড থেকে মোট ১৫ জন বিচারক উপস্থিত রয়েছেন।


এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার রাজা আবদুল হালিম মুয়াদজাম শাহ উপস্থিত ছিলেন এবং সমাপনী অনুষ্ঠানে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
এ প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি হিসেবে ‘মোহসেন হাজী হাসানি কারগার’ অংশগ্রহণ করেছেন।
3312655

captcha