IQNA

পবিত্র রমজান মাস উপলক্ষে হল্যান্ডে বিশেষ আয়োজন

21:28 - June 10, 2015
সংবাদ: 3313134
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : হল্যান্ডের আল-কাউসার সাংস্কৃতিক কেন্দ্রের দারুল কুরআন বিভাগের উদ্যোগে পবিত্র রমজান মাসে প্রতিদিন এক পারা করে কুরআন শরিফ তেলাওয়াতের আয়োজন করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা : এ মাহফিলে অংশগ্রহণে ইচ্ছুক ক্বারীগণকে অবশ্যই আল-কাউসার কর্তৃক আয়োজিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

দারুল কুরআনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তারতিল স্টাইলে অনুষ্ঠিত এ কুরআন সভায় তেলাওয়াতের জন্য ক্বারীগণ আগামী ১২ই জুন হল্যান্ডের হেগ শহরে অবস্থিত আল-কাউসার সাংস্কৃতিক কেন্দ্রে যোগাযোগের জন্য আহবান জানানো হচ্ছে।

তাজবিদের উপর দক্ষতা, তারতিল পদ্ধতিতে পড়ায় দক্ষতা, তেলাওয়াতের জন্য নির্ধারিত সময়ে উপস্থিতি ইত্যাদি এ কুরআন মাহফিলে তেলাওয়াতকারী ক্বারীর শর্তসমূহের অন্যতম।# 3312803

সূত্র : alcauther

captcha