বার্তা সংস্থা ইকনা: পরমাণু আলোচকদের উদ্দেশে তিনি বলেন- ভালো একটি চুক্তি হতে হবে। ইরানিরা খারাপ চুক্তি মেনে নেবে না। ইসলামি প্রজাতন্ত্রের রেড লাইন মেনে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। একইসঙ্গে তিনি পরমাণু ক্ষেত্রে ইরানের রেড লাইন ও মূল নীতিমালাকে আইনে পরিণত করতে সংসদের প্রতি আহ্বান জানান।
আয়াতুল্লাহ খাতামি আমেরিকা ও তার মিত্র দেশগুলোর উদ্দেশে বলেছেন, ভয়-ভীতির যুগ শেষ হয়ে গেছে। ইরান এখন আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তি। ইরানি জাতির সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলতে হবে। পরমাণু ইস্যুতে শত্রুরা ইরানের ভেতরে মতবিরোধ সৃষ্টি করতে পারবে না বলে জানান তিনি।
ইয়েমেনে চলমান সৌদি আগ্রাসন প্রসঙ্গে আয়াতুল্লাহ খাতামি বলেন, সৌদি সরকার ইয়েমেনে তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। কারণ ইয়েমেনের জনগণ আগ্রাসন মোকাবেলায় সোচ্চার হয়েছে এবং যুদ্ধ ক্ষেত্রে তাদের অবস্থা সৌদি আরবের চেয়ে ভালো। সূত্র: রেডিও তেহরান
3313343