IQNA

কাতারে জাতীয় কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ১৮৩ জন নও মুসলিমের নাম নিবন্ধন

23:15 - June 12, 2015
সংবাদ: 3313373
আন্তর্জাতিক বিভাগ: কাতেরে ‘শেখ জাসেম বিন মুহাম্মাদ আলে সানি’ শিরোনামে জাতীয় কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ১৮৩ জন নও মুসলিমের নাম নিবন্ধন করেছে।

বার্তা সংস্থা ইকনা: কাতারে বসবাসকৃত বিভিন্ন দেশের অধিবাসীদের মধ্যে ১৮৩ জন নও মুসলমান সেদেশে ‘শেখ জাসেম বিন মুহাম্মাদ আলে সানি’ শিরোনামে জাতীয় কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নাম নিবন্ধন করেছে। এর মধ্যে ১৪১ জন পুরুষ এবং ৪২ জন নারী রয়েছে। এ সকল নও মুসলমানেরা উক্ত কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সেদেশের ‘আবদুল্লাহ বিন যেইদ আলে মাহমুদ’ নামক ইসলামিক - সংস্কৃতি সেন্টারে নিজেদের নাম নিবন্ধর করেছে।
‘শেখ জাসেম’ জাতীয় কুরআন প্রতিযোগিতার কমিটি জানিয়েছে: বিগত দু’বছরের তুলনায় চলতি বছরে নও মুসলমানদের  জন্য অনুষ্ঠিত উক্ত কুরআন প্রতিযোগিতা অধিক গ্রহণযোগ্যতার সাথে অনুষ্ঠিত হবে।
কাতের জাতীয় কুরআন প্রতিযোগিতার মধ্যে ‘শেখ জাসেম’ কুরআন প্রতিযোগিতাটি অতি গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা সেদেশের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়।
3312353

captcha