IQNA

ইসরাইলের পতন ঘনিয়ে এসেছে: আয়াতুল্লাহ আহমাদ খাতামি

19:23 - July 10, 2015
সংবাদ: 3326278
আন্তর্জাতিক বিভাগ: ফিলিস্তিনিদের বিজয়ের একমাত্র পথ হচ্ছে দখলদারদের প্রতিরোধ করা এবং কুদস শরিফকে মুক্ত করা।

বার্তা সংস্থা ইকনা: তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি আজ এ কথা বলেন। তিনি বলেন ফিলিস্তিনি ভূখণ্ড দখলের ছয় দশক পেরিয়ে গেছে। ইতোমধ্যে বহু আলোচনা হয়েছে, বৈঠকের পর বৈঠক হয়েছে, চুক্তি স্বাক্ষর হয়েছে,কিন্তু এ সবই ছিল বৃথা,ফিলিস্তিনের জনগণের বিন্দুমাত্র কাজে আসে নি। যেটুকু উন্নতি হয়েছে ফিলিস্তিনিদের তা এসেছে প্রতিরোধ এবং ইন্তিফাদা আন্দোলনের মধ্য দিয়ে। এই প্রতিরোধের সংস্কৃতির মধ্য দিয়েই ৩৬ বছর আগে ইরানেও বিপ্লব সংঘটিত হয়েছিল,যা আজও অম্লান রয়েছে।
আয়াতুল্লাহ খাতামি বলেন ইহুদিবাদি ইসরাইল বছরের পর বছর ধরে সাবরা-শাতিলায়, গাযায় হত্যাকাণ্ড চালিয়ে এমনকি মসজিদ,হাসপাতালের মতো স্থাপনা ধ্বংস করার মতো মানবতা বিরোধী ঘৃণ্য অপরাধযজ্ঞ চালিয়েছে।ধীরে ধীরে তাদের দিন ফুরিয়ে আসছে। বিশ্বের পরাশক্তিগুলোর পরিপূর্ণ পৃষ্ঠপোষকতা সত্ত্বেও ইসরাইলের পতন কেউ ঠেকাতে পারবে না, তাদের ধ্বংস ঘনিয়ে এসেছে।
সমগ্র ইরানজুড়ে অনুষ্ঠিত আজকের কুদস দিবসের মিছিলকে আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং স্বতস্ফূর্ত বলে উল্লেখ করে ইরানের এই বিশিষ্ট আলেম বলেন, ইরানের জনগণ মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার মধ্য দিয়ে বিশ্বকে এই বার্তাই দিচ্ছে যে,কুদস শরিফ মুক্তিসহ ইহুদিবাদি ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিজয় সুনিশ্চিত।
মধ্যপ্রাচ্যের ক্যান্সার এই ইসরাইলকে নিশ্চিহ্ন করার জন্য মুসলিম দেশগুলোর ঐক্যের ওপর গুরুত্বারোপ করে জুমার খতিব আরও বলেন, ফিলিস্তিন সংকট নিরসনের জন্য গণভোট দেওয়াই উত্তম।গণভোটের মাধ্যমে ফিলিস্তিনের জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে।
পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনার ক্ষেত্রে আমেরিকার অবস্থানে সম্প্রতি যে পরিবর্তনের কথা গণমাধ্যমে এসেছে সে সম্পর্কে আয়াতুল্লাহ খাতামি বলেন, আমেরিকা চুক্তি ভঙ্গ করে,সুতরাং তাদের উপর কোনোভাবেই আস্থা রাখা যায় না।
ইয়েমেনে মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে জুমার নামাজের খতিব বলেন সৌদি সরকার ইসরাইলিদের ব্যাপক সেবা করেছে,তারপরও ইয়েমেনের জনগণ বিজয় লাভ করবেই। আইআরআইবি
3326176
 

captcha