IQNA

কুরআনের পৃষ্ঠাগুলোর বয়স ১৩৭০ বছর + ছবি

23:53 - July 22, 2015
সংবাদ: 3332267
আন্তর্জাতিক বিভাগ: ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআনের বেশ কয়েকটি হস্তলিখিত পৃষ্ঠার সন্ধান পাওয়া গিয়েছে। গবেষণা করে দেখা গিয়েছে কুরআন শরিফের প্রাপ্তি প্রাচীন পৃষ্ঠাগুলোর বয়স প্রায় ১৩৭০ বছর।

বার্তা সংস্থা ইকনা: উক্ত পৃষ্ঠাগুলোর বয়স নির্ধারণের জন্য রেডিওকার্বন করে দেখা গিয়েছে কুরআন শরিফের পৃষ্ঠাগুলোর বয়স কমপক্ষে ১৩৭০ বছর। যা পৃথিবীর সবচেয়ে প্রাচীন কুরআন হিসেবে গণ্য করা হচ্ছে।
আসমানি গ্রন্থের পবিত্র পৃষ্ঠাগুলো প্রায় ১০০ বছর যাবক ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরীতে অজ্ঞাত অবস্থায় ছিল।
ব্রিটেন গ্রন্থাগারের হস্তলিখিত পাণ্ডুলিপি বিশেষজ্ঞ ‘মুহাম্মাদ ইসা ওলী বলেন: এ উত্তেজনাপূর্ণ আবিষ্কারের খবর যখন মুসলমানদের নিকট পৌঁছাবে, তখন তারা অনেক খুশি হবে।  
কুরআনের প্রাচীনতম পাণ্ডুলিপির সাথে অন্যান্য প্রাচীন গ্রন্থ এবং মধ্যপ্রাচ্যের অন্তর্গত কিছু জরুরী ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে। 
যখন এ পৃষ্ঠাগুলো এক পিএইচডি’র গবেষকের চোখে পরল, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছে, পৃষ্ঠাগুলো রেডিওকার্বন করে দেখব। রেডিওকার্বন করার পর ঐ গবেষক নিজেই আশ্চর্য হয়ে গিয়েছে।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সংগ্রহের পরিচালক সুযান ভারাল বলেন: বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে এধরণের প্রাচীন পাণ্ডুলিপির সন্ধান পাওয়া যাবে, তা গবেষকগণ স্বপ্নেও চিন্তা করেনি।
তিনি বলেন: যখন আমি শুনলাম পৃথিবীর প্রাচীন তম কুরআনের পৃষ্ঠার সন্ধান পাওয়া গিয়েছে তখন আমি নিজেই আশ্চর্য হয়েছি।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয় ইসলাম ও খ্রিস্টান বিভাগের অধ্যাপক ডেভিড টমাস বলেন: আবিস্কৃত কুরআন শরিফের উক্ত পৃষ্ঠাগুলো আমাদেরকে ইসলাম আবির্ভাবের প্রথম বছর গুলোর দিনে নিয়ে যায়।
টমাস বলেন: রেডিওকার্বন পরীক্ষার মাধ্যমে ৯৫ শতাংশ সম্ভাবনা রয়েছে কুরআন শরিফের এ পৃষ্ঠাগুলো ৫৬৮ হতে ৬৪৫ খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছে।
তিনি আরও বলেন: হযরত মুহাম্মাদ (সা.)এর জীবদ্দশায় কোন ব্যক্তি কুরআন শরিফের উক্ত পাণ্ডুলিপিগুলো লিখেছে।
হেজাযী বর্ণমালায় লিখিত কুরআন শরিফের পাণ্ডুলিপি আরবির প্রাচীনতম বর্ণমালায় লেখা হয়েছে।
3331972

captcha