IQNA

নুরি আল মালেকী;

আল কায়েদা, তালেবান ও আল নুসরা থেকে আইএসআইএলের জন্ম/ সন্ত্রাসবাদ ও তাকফির উৎস সৌদি আরব

23:56 - July 24, 2015
সংবাদ: 3332526
আন্তর্জাতিক বিভাগ: ইরাকি ভাইস প্রেসিডেন্ট নুরি আল-মালেকী আল কায়েদা, তালেবান, আল নুসরা ও সৌদি আরবকে সন্ত্রাসবাদ, চরমপন্থি ও তাকফির উৎস বলে অভিহিত করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরাকি ভাইস প্রেসিডেন্ট নুরি আল-মালেকী সেদেশের এক টিভি সাক্ষাৎকারে, সৌদি আরবকে আন্তর্জাতিক ম্যান্ডেটের অধীনে আনার জন্য আহ্বান জানিয়েছেন। কারণ, ওয়াহাবী ও তাকফিরিদের নিয়ন্ত্রণের সক্ষম নয় রিয়াদ।
তিনি সৌদি আরবকে সন্ত্রাসবাদ, চরমপন্থি এবং তাকফিরির উৎসব হিসেবে অভিহিত করেছেন।
নুরি আল মালেকি বলেন: চরমপন্থির কারণেই আইএসআইএল সৃষ্টি হয়েছে এবং আল কায়েদা, তালেবান, আল নুসরা’র মাধ্যমেই আইএসআইএলের সৃষ্টি হয়েছে।
জনগণের নিশ্চুপতার ব্যাপারে মালেকি সাবধান করে বলেন: জনশক্তি যদি চুপ থাকে তাহলে ইরাক নিশ্চুপ হয়ে যাবে এবং সন্ত্রাসীরা বিজয়ী হবে।
3332088
 

captcha