IQNA

মসুলের ‘আস সালেহিন’ মসজিদের খতিবকে শিরোচ্ছেদ করল আইএসআইএল

17:53 - July 25, 2015
সংবাদ: 3335049
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের মসুল শহরের পশ্চিমাঞ্চলের ‘আস সালেহিন’ মসজিদের ইমাম ও খতিবকে ২৩শে জুলাই শিরোচ্ছেদ করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের মসুল শহরের পশ্চিমাঞ্চলীয় আল গাজলানী অঞ্চলে ‘আস সালেহিন’ মসজিদের ইমাম ও খতিব ‘শেখ মুশাইয়ার আন নকশবান্দী’কে শিরোচ্ছেদ করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল।
নিজের নাম প্রকাশে ইচ্ছুক নয় এমন এক উৎস ঘোষণা দিয়েছে: মুসলের কিছু নাগরিকদের জড়ো করে এইএসআইএলের সদস্যরা ‘আস সালেহিন’ মসজিদের ইমাম ও খতিব ‘শেখ মুশাইয়ার আন নকশবান্দী’র মৃত্যুদণ্ডের খবর ঘোষণা করে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের মনগড়া ধর্মীয় শিক্ষা প্রচারের অস্বীকার করার জন্য তার জীবন হারাতে হয়।
এছাড়াও গত সোমবার ২০শে জুলাই তাদের অযৌক্তিক কথা মান্য না করার জন্য  মসুল শহরের আল হামিদ মসজিদের ইমাম ও খতিবকে মাথায় গুলি হত্যা করে।
এপর্যন্ত বিভিন্ন অজুহাতে মসুলের সহস্রাধিক অধিবাসী  তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের হাতে নিহত হয়েছে।
3332435

captcha