IQNA

পাকিস্তানে নারীদের জন্য ধর্মীয় কর্মশালা শুরু

23:51 - July 31, 2015
সংবাদ: 3337173
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমামিয়া নামক বাসিজ ছাত্র ইউনিয়নের সহযোগিতায় সেদেশের নারীদের জন্য ধর্মীয় কর্মশালা শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের বিভিন্ন শহরের আগ্রহী নারীগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেছে। ধর্মীয় কর্মশালায় অংশগ্রহণকারী নারীদের জন্য কুরআন মাহফিল, দোয়া, মুনাজাত, স্পোর্ট এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উক্ত ধর্মীয় কর্মশালা ২৪শে জুলাই শুরু হয়েছে এবং একাধারে ১ম আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।
আকাইদ, আহকাম, হিজাবের দর্শন, ইসলামে নারীর স্থান, শত্রু পরিচিতি, শিয়া ইতিহাস এবং বেলায়েতে ফাকিহ’র ব্যবস্থা সহ অন্যান্য ধর্মীয় বিষয় এ প্রশিক্ষণ কোর্সে শিক্ষা প্রদান করা হবে।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মূল্যবান পুরস্কার ভূষিত করা হবে।
3336008

captcha