শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ২৫শে জিলকদ দাহুল আরদ আর এই দিনেই হযরত আদম(আ.) মহান আল্লাহর নির্দেশে পবিত্র কাবা শরীফ নিমাণ করেন।
পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে সর্ব প্রথম পৃথিবীতে যে গৃহটি আল্লাহর ইবাদদের জন্য নির্মঅণ করা হয়েছে তা হচ্ছে পবিত্র কাবা শরীফ: [اِنَّ اَوَّلَ بَیْتٍ وُضِعَ لِلنّاسِ لَلَّذی بِبَکَّهَ مُبارَکاً وَ هُدًی لِلْعالَمینَ. ( آل عمران / آیه ۹۶)
নিশ্চয় সর্বপ্রথম গৃহ যা মানুষের (ইবাদাতের) জন্য নির্মাণ করা হয়েছে তা এ মক্কাতে অবস্থিত।
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: امیرمومنان علی بن أبی طالب علیه السلام فرمود: أنّ أوّل شیئ نزل من السّماءِ إلی الأرض لهو البیت الذی بِمکّه، انزله الله یاقوة حمرا …
সর্ব প্রথম যে জিনিসটি আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে নাজিল হয়েছে তা হচ্ছে মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরীফ। মহান আল্লাহ এটিকে লাল ইয়াকুত হিসাবে অবতীর্ণ করেন।
এই দিনে হযরত ইব্রাহীম(আ.) এবং হযরত ঈসার(আ.) জন্ম হয়েছিল। আর এই দিনেই মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বিদায় হজ করার জন্য মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খূম নামক স্থানে রাসূল(সা.) এক লক্ষ ২৪ হাজার হাজির সমাবেশে হযরত আলীকে(আ.) নিজের উত্তরাধিকারী এবং পরবর্তী খলিফা হিসাবে পরিচয় করিয়ে যান।