বার্তা সংস্থা ইকনা: জার্মানি সংবিধান সংস্থার নিরাপত্তা ফেডালের অফিস ঘোষণা করেছে: যে সকল মুসলমানেরা আশ্রয়ের জন্য জার্মানে প্রবেশ করছে তাদেরকে ফাঁদে ফেলার জন্য ওহাবিরা ব্যাপক তাবলীগ করছে।
প্রতিবেদন অনুযায়ী, ওহাবিরা ইউরোপে তাদের সক্রিয় সদস্য বৃদ্ধি করার চেষ্টা করছে। এর মধ্যে তারা মোটা অংকের অর্থ নিয়ে তাদের প্রচারণা শুরু করেছে। কারণ, যে সকল নতুন অভিবাসী ইউরোপে প্রবেশ করছে তাদের অধিকাংশই সুন্নি মুসলমান। আর এ জন্য ওহাবি মুবাল্লিগরা তাদের মধ্যে তাবলীগ করে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।
কিছুদিন পূর্বে জার্মানি সংবিধান সংস্থার নিরাপত্তা ফেডালের অফিস সেদেশের সালাফি ও ওয়াহাবীদের হুশিয়ার করে দিয়েছে।
3365298