IQNA

সর্বোচ্চ নেতার ইনস্টাগ্রামে শহিদ হাজি হাসানির ছবি

23:16 - September 30, 2015
সংবাদ: 3375973
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি মিনা ট্রাজেডিতে নিহত হয়েছেন ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি ‘মুহসেন হাজি হাসানি কারগার’। শহিদ হওয়ার পূর্বে হাজি হাসানি, সর্বোচ্চ নেতার সাথে দেখা করেছিলেন। তার এ সাক্ষাতকারের ছবি সর্বোচ্চ নেতার ইনস্টাগ্রামে প্রচার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা:  ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী’র সাথে ১৮ই জুনে সাক্ষাত করেছিলেন শহিদ হাজি হাসানি। তার এ ছবি সর্বোচ্চ নেতার ইনস্টাগ্রামে প্রচার করা হয়েছে।
3375852

captcha