IQNA

পাশ্চাত্য তাদের প্রতিশ্রুতি মেনে চলে না: আয়াতুল্লাহ জান্নাতি

23:37 - October 16, 2015
সংবাদ: 3386081
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি বলেছেন, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। পরমাণু সমঝোতার মুল উদ্দেশ্যই হলো নিষেধাজ্ঞা প্রত্যাহার। কাজেই নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে পরমাণু সমঝোতার কোনো অর্থ থাকে না।

বার্তা সংস্থা ইকনা: আজ (শুক্রবার) তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি এসব কথা বলেন। পাশ্চাত্যের দেশগুলো প্রতিশ্রুতি মেনে চলে না বলেও তিনি স্মরণ করিয়ে দেন।

সৌদি আরবের মিনায় হাজিদের মৃত্যু প্রসঙ্গে আয়াতুল্লাহ জান্নাতি বলেন, মিনা বিপর্যয়ের প্রকৃত কারণ খোঁজে বের করতে হবে। তিনি বিশ্বের মুসলিম দেশগুলোর সমন্বয়ে একটি সত্য অনুসন্ধান কমিটি গঠন করে মিনা বিপর্যয়ের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে ইরান সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের অদক্ষতার সমালোচনা করেন তিনি।

ইরানের জুমা নামাজের খতিব বলেন, ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসন অব্যাহত রয়েছে এবং আমেরিকা এ ক্ষেত্রে সমর্থন দিচ্ছে।

3385942

captcha