IQNA

হিজাবের মাধ্যমে আমি স্বস্তি বোধ করি; জার্মানের অভিনেত্রী

23:55 - October 26, 2015
সংবাদ: 3395074
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের এক অমুসলিম অভিনেত্রী একটি সিনেমায় মুসলিম নারীর চরিত্রে অভিনয় করেছেন। মুসলিম নারীর চরিত্রে অভিনয় করার সময় তিনি বলেন: “যখন আমি প্রথম বারের মত হিজাব ব্যবহার করি, তখন আমার ভিতরে অন্য রকম অনুভূতি কাজ করেছে এবং আমি স্বস্তি বোধ করেছি।

বার্তা সংস্থা ইকনা: জার্মানের এই অমুসলিম অভিনেত্রী কখনো কখনো সহকারী পরিচালক হিসেবে কাজ করে থাকেন। তিনি বলেন: যখন আমি স্কার্ফ পরে আয়নায় আমার চেহারা দেখলাম, আমার ভিতরে অন্য রকম অনুভূতি কাজ করেছে এবং আমি নিজেদের দেখার পর আশ্চর্য হয়েছি।
জার্মানের ২৫ বছরের অমুসলিম অভিনেত্রী চেলিক উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া একটি মুসলিম বালিকার চরিত্রে অভিনয় করেছেন। এ সিনেমাটি জার্মানের ‘ZDF’ টিভি চ্যানেল মাধ্যমে প্রস্তুত করা হয়েছে।
চেলিক এ সিনেমায় সোডা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন। এ সিনেমায় তিনি একটি ধর্মনিরপেক্ষ পরিবারে বুদ্ধিমতী মুসলিম মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। নিজের ইচ্ছায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এক দায়িত্বশীল মুসলিম হিসেবে নিজের দায়িত্ব পালন করেন।
এ সিনেমায় একটি মুসলিম মেয়ের বিভিন্ন সমস্যা ফুটিয়ে তোলা হয়েছে।
চেলিক বলেন: আমি বার্লিনে জন্মগ্রহণ করেছি এবং এখানে বিভিন্ন সময়ে অনেককে বৈষম্যের স্বীকার হতে হয়। এ সমস্যা সমাধানের জন্য এক পক্ষের ভালো পরিকল্পনা যথেষ্ট নয়। আমি মনে করি, বৈষম্য দুর করতে দু’পক্ষকেই এগিয়ে আসতে হবে।
ইউরোপের মধ্যে ফ্রান্সের পর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ জার্মান।
3393387

captcha