IQNA

তেহরানের জুমার নামাজের খতিব;

আমেরিকা সামরিক অভিযান চালালে অনুতপ্ত হবে

23:36 - October 30, 2015
সংবাদ: 3419495
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের খতিব আয়াতুল্লাহ মোভাহহেদী কেরমানী বলেছেন, ইমাম হুসাইন (আ.)এর বিরুদ্ধে ইয়জিদ ইবনে মুয়াবিয়া কারবালায় সামরিক অভিযান চালানোর পর অনুতপ্ত হয়েছিল; তোমরাও নিশ্চিত থাক, যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাও তাহলে তোমরাও অনুতপ্ত হবে এবং ‘আমেরিকা নিপাত যাক’ শ্লোগানের মর্ম ভালোভাবে বুঝতে পারবে।

বার্তা সংস্থা ইকনা: ইরানের বিশেষজ্ঞ পরিষদের বোর্ডের সদস্য এবং তেহরানের খতিব আয়াতুল্লাহ মোভাহহেদী কেরমানী আজ (৩০শে অক্টোবর) জুমার খুতবায় শেখ নিমারের ফাঁসির হুকুমের প্রতিবাদে সৌদি আরবকে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন: সৌদি শাসক আর কত ভুল করবে। তাদের প্রতিটি ভুল পদক্ষেপই নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে নিয়ে যাচ্ছে।
তিনি সৌদি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন: তোমরা ঠাণ্ডা মাথায় চিন্তা কর; তোমরা যদি এ মহৎ ব্যক্তির ফাঁসি কার্যকর কর তাহলে অনেক বড় অন্যায় করবে এবং তোমরা নিজেরাই তোমাদের শাসন ব্যবস্থায় আঘাত হানবে।
তিনি আরও বলেন: সকলের এটা জেনে রাখা উচিত আমেরিকার বিরুদ্ধে মোকাবেলায় আমরা অনেক দৃঢ়চেতা আর এ ক্ষেত্রে আল্লাহর সাহায্য আমাদের সাথে রয়েছে।
আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহহেদী কেরমানী মানব জীবনে তাকওয়া বা খোদাভীতির গুরুত্বের কথা উল্লেখ করে বলেন: মানুষ যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করে, তাহলে শয়তান তাকে প্রতারিত করতে পারবে না।
তিনি বলেন: সিরিয়ার ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র দেশটির জনগণের রয়েছে। তারা দেশটিতে অনুষ্ঠিত স্বচ্ছ নির্বাচনে বাশার আল-আসাদকে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত করেছে এবং তাদের এ সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। অবিলম্বে সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপরাধযজ্ঞ বন্ধ করার ব্যবস্থা নিতে হলে সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি কিছু দেশের অর্থ ও রসদ সরবরাহ বন্ধ করতে হবে।
খোতবার অন্য অংশে তিনি তেহরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করার পরও ইরানের বিরুদ্ধে হামলার মার্কিন হুমকির নিন্দা জানান। তিনি বলেন, আমেরিকা যেন ইরানের জনগণকে সামরিক ব্যবস্থা নেয়ার ভয় না দেখায়। ওয়াশিংটন যদি কখনো এ ধরনের ভুল করে বসে তাহলে তাকে চরমভাবে অনুতপ্ত হতে হবে। কেননা আমেরিকার বিরুদ্ধে মোকাবেলায় আমরা অনেক দৃঢ়চেতা আর এ ক্ষেত্রে আল্লাহর সাহায্য আমাদের সাথে রয়েছে।
3415454

captcha