বার্তা সংস্থা ইকনা: অজ্ঞাতনামা হ্যাকার ঘোষণা করেছে: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসএইলের পরবর্তী টার্গেট হিসেবে ফ্রান্স, ইন্দোনেশিয়া, আমেরিকার জর্জিয়া, রোম এবং মিলানের বিভিন্ন শহর সহ লেবাননের রুহুল কুদুস বিশ্ববিদ্যালয় তালিকায় রয়েছে।
রাশিয়ান সংবাদ সংস্থা "স্পুটনিক”এ এক সাক্ষাতকারে এফবিআই’এর সদস্য ব্র্যাড জনসন বলেন: আমেরিকার জার্জিয়া রাজ্যের হুমকি সম্পর্কে এফবিআই অবগত রয়েছে।
এদিকে নভোস্তি নামক সংবাদ মাধ্যমে লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে: রুহুল কুদুস নামক গির্জা চলতি মাসের ২২ তারিখে অনুষ্ঠান উদযাপন করতে চেয়েছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে।
প্যারিসে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের হামলার পর, এ দলের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করবে বলে জানিয়েছে অজ্ঞাতনামা হ্যাকারের দল এবং তারা এই সন্ত্রাসী দলের সহস্রাধিক ওয়েবসাইট হ্যাক করতে সক্ষম হয়েছে। এই সন্ত্রাসী দল এ সকল ওয়েবসাইটে নিজেদের বিভিন্ন কার্যক্রম প্রচার করার মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ করত।
অজ্ঞাতনামা হ্যাকারের দল নির্দিষ্ট উদ্দেশ্যে ২০০৩ সালে গঠিত হয়েছে এবং বর্তমানে তারা বিশ্বব্যাপী কাজ করছে। এছাড়াও নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে নিজেদের কর্মতৎপরতা বিস্তার করেছে।
সম্প্রতি প্যারিসে হামলার পর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে অজ্ঞাতনামা হ্যাকারের দল যুদ্ধের ঘোষণা দিয়েছে।
3455860