IQNA

চেহলুমের সর্বশেষ প্রতিবেদন;

কারবালায় ২ কোটি ৭০ লাখের অধিকর যায়েরের উপস্থিত

23:31 - December 03, 2015
সংবাদ: 3459634
আন্তর্জাতিক ডেস্ক: হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর শহাদাতের চেহলুম উপলক্ষে কারবালায় ২ কোটি ৭০ লাখের অধিক যায়ের উপস্থিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের পরিবহন মন্ত্রী বাকের আল- যাবিদি বলেছেন: “আমি ধারণা করছি ইমাম হুসাইন (আ.)এর শহাদাতের চেহলুম উপলক্ষে আজকে কারবালায় ২ কোটি ৭০ লাখের অধিকর যায়েরের উপস্থিত হবে।
৬০ শতাংশ মহিলা যায়ের (যিয়ারতকারী)
ইরান থেকে প্রায় ৩০ লাখ যায়ের এবং পৃথিবীর বিভিনন দেশ থেকে প্রায় ৪০ লাখ যায়ের কারবালায় উপস্থিত হয়েছেন। যাদের মধ্যে ৬০ শতাংশ মহিলা যায়ের রয়েছে।
যায়েরদের সেবার জন্য ৬৫ হাজার আঞ্জুমানের সদস্যরা দিন-রাতে পরিশ্রম করেছে।
কারবালায় যায়েরদের ওপর ইসলামের শত্রু তথা দায়েশদের হামলার পরিকল্পনা ব্যর্থ
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তথা দায়েশ চেষ্টা করেছে বগদাদে ৫৮টি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে ইমাম হুসাইন (আ.)এর যায়েরদের নিহত করতে। তবে ইরাকের সামরিক বাহিনীর একনিষ্ঠ প্রচেষ্টার ফলে তাদের সকল পরিকল্পনা ব্যার্থ হয়েছে।
আগামী বছরে ৫ কোট যায়েরদের স্বাগত জানানো হবে
কারবালার সিটি কাউন্সিল সদস্য বলেছেন: আমরা আগামী বছরে ৫ কোটি যায়েরদের স্বাগত জানানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছি।
ইরাকের ‘এইনুল ইরাক নিউজ’ জানিয়েছে: কারবালার শহরের তথ্য ও জনসংযোগ পরিচালক তৌফিক গালিবুল হাব্বালী বলেন: আগামী বছরে ৫ কোটি যায়েরদের স্বাগত জানানোর জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি।
যায়েরদের সেবাই আয়াতুল্লাহ সিসতানী’র প্রতিনিধী
সিমা বাগদাদ মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মুসলিম জাহানের খ্যাতনামা মনীষী এবং বিশিষ্ট মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ সিসতানী প্রতিনিধী এবং ইমাম হুসাইন (আ.)এর মাজারের তত্ত্বাবধায়ক শেখ আবদুল মাহদী কারবালায়ী যায়েরদের সাথে সাক্ষাত করার জন্য বেশ কয়েকটি হোসাইনিয়া ও তাবু পরিদর্শন করেছেন এবং যে সকল দল ও ব্যক্তি যায়েরদের সেবা প্রদান করছে তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
3459533

captcha