IQNA

আত্মোৎসর্গকারী সেনা পরিবারের সঙ্গে বড়দিনে সর্বোচ্চ নেতার সাক্ষাৎ

12:51 - December 27, 2015
সংবাদ: 3469955
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আত্মোৎসর্গকারী ইরানি খ্রিস্টান সেনা পরিবারগুলোর সঙ্গে বড়দিনে সাক্ষাৎ করেছেন। এ জন্য আত্মোৎসর্গকারী সেনা পারিবারগুলোর বাড়ি যান ইরানের সর্বোচ্চ নেতা। এসব সেনা আট বছরের ইরান-ইরাক যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন।

আইআরআইবি’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: টুইটার একাউন্টে প্রকাশিত ছবিতে দেখা যায়, আত্মোৎসর্গকারী এক খ্রিস্টান সেনার মায়ের সঙ্গে বৈঠক করছেন আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। ইরানের সর্বোচ্চ নেতার টুইটার একাউন্টে দেয়া বিবৃতিতে আরো বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের আরো ছবি প্রকাশ করা হবে।
এদিকে, বড়দিনে সর্বোচ্চ নেতার টুইটার বার্তায় বলা হয়েছে, ধর্মে পুরো বিশ্বাসী খ্রিস্টানজগতের চোখে হজরত ঈসা (আ) এর যে অবস্থান রয়েছে মুসলমানরা তার চেয়ে কম শ্রদ্ধা করেন না তাঁকে।
 

3469679

captcha