IQNA

খাশোগির স্ত্রী, বাগদত্তার ফোনেও আড়ি পাতা হয়

0:02 - July 20, 2021
সংবাদ: 3470353
তেহরান (ইকনা): বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিকদের ফোনে আড়িপাতার ঘটনা একের পর এক সামনে আসছে। ইসরায়েলের তৈরি হ্যাকিং সফটওয়্যার পেগাসাস ব্যবহৃত হয়েছে এই আড়ি পাতার কাজে। সেটি ব্যবহার করা হয়েছে সাংবাদিক জামাল খাশোগির তথ্য সংগ্রহেও।

নিহত হওয়ার আগে ও পরে খাশোগির ঘনিষ্ঠজনদের ফোনে এই আড়িপাতা হয়। পেগাসাস প্রজেক্ট নামের তদন্তের ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে। ফরেনসিক বিশ্লেষণে জানা যায়, খাশোগির স্ত্রী হানান এলাতার ও তার বাগদত্তা হেতিজে চেঙ্গিসের ফোনে আড়ি পাতা হয়েছিল। খাশোগি হত্যার তদন্ত সংশ্লিষ্ট শীর্ষ দুই তুর্কি কর্মকর্তার ফোনেও আড়ি পাতা হয়।

ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন দেশের ১৬টি গণমাধ্যম একযোগে এসব তথ্য বের করতে কাজ করে। আর এই ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরীক্ষাগারে। এ তদন্তের জন্য ৬৭টি মুঠোফোনের তথ্য বিশ্লেষণ করা হয়।

২০১৮ সালের ২ অক্টোবর সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয় তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে। তার মরদেহের সন্ধান এখনো মেলেনি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক ছিলেন খাশোগি। তার হত্যাকাণ্ডের পর সন্দেহের তীর সালমানের দিকেই যায়।

খাশোগির স্ত্রী হানান এলাতার, যাকে তিনি বিয়ে করেন ২০১৮ সালের জুনে, তার ফোনও ছিল পেগাসাসের নজরে। তার ফোনটি ছিল অ্যান্ড্রয়েড ফোন। হানান ছিলেন ফ্লাইট অ্যাটেনডেন্ট। খাশোগির বাগদত্তা হেতিজে চেঙ্গিসের ফোনও ছিল পেগাসাসের নজরদারির আওতায়। হেতিজের মুঠোফোনটি ছিল আইফোন। খাশোগি হত্যাকাণ্ডের পর দিনে পাঁচ বার তার ফোনে নজরদারি করা হতো।

এ ছাড়া খাশোগির আরেক ঘনিষ্ঠ সহযোগীর ফোন হ্যাক করা হয় তাকে হত্যার পর। গার্ডিয়ান জানিয়েছে, সম্প্রতি ফাঁস হওয়া ডেটাবেইসে ৫০ হাজারের বেশি ফোন নম্বর পাওয়া গেছে। ২০১৬ সাল থেকে ইসরায়েল কর্তৃত্ববাদী সরকারগুলোকে এ সেবা দিয়ে আসছে। আর এই ৫০ হাজার ফোনের মধ্যে রয়েছে খাশোগীর ঘনিষ্ঠজনদের ফোনও।

২০১৯ সালের অক্টোবরে প্রথম খবরে আসে পেগাসাস। ফেসবুক মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ জানায়, চারটি মহাদেশের প্রায় ১ হাজার ৪০০ জনের মোবাইল পেগাসাসের মাধ্যমে হ্যাক করা হয়। যদিও এমন খবর প্রকাশ হওয়ার পর ইসরায়েলি সংস্থা এনএসও দাবি করে, নিরাপত্তার জন্য নজরদারি চালানোর প্রযুক্তি তৈরি করাই তাদের কাজ। তারা শুধু বিভিন্ন দেশের সরকার, সরকারি নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সংস্থাকে পেগাসাস স্পাইওয়্যার বিক্রি করে। সূত্র: ওয়াশিংটন পোস্ট।

captcha