IQNA

ইবরাহিম মসজিদকে ইহুদীকরণ প্রচেষ্টার নিন্দা জানালো জর্ডানের ফতোয়া পরিষদ

19:02 - July 20, 2025
সংবাদ: 3477736
ইকনা- জর্ডানের সর্বোচ্চ ফতওয়া পরিষদ মুসলমানদের থেকে মসজিদে ইবরাহিমের তত্ত্বাবধায়কত্ব কেড়ে নেওয়ার ও এটিকে ইহুদি স্থাপনায় রূপান্তরের জন্য ইহুদি বসতি স্থাপনকারীদের প্রচেষ্টা কঠোরভাবে নিন্দা করেছে।

ফতোয়া পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী যে সিদ্ধান্ত নিয়েছেফিলিস্তিনিদের মসজিদে ইবরাহিমের পরিচালনার অধিকার কেড়ে নিয়ে তা হেবরনের ক্রিয়াত আরবানামক বসতিতে অবস্থিত একটি ইহুদি ধর্মীয় কাউন্সিলের হাতে হস্তান্তর করতে চাইছেএটি একটি স্পষ্ট আগ্রাসন এবং সম্পূর্ণ ইসলামী এই স্থানের উপর ইহুদি কর্তৃত্ব প্রতিষ্ঠার একটি ভয়ানক ও উদ্বেগজনক পদক্ষেপ।

পরিষদ আরও বলেছে, এই উদ্যোগ ফিলিস্তিনের ঐতিহাসিক নিদর্শনগুলোকে ইহুদি রূপ দেওয়ার এবং বায়তুল মুকাদ্দাস, হেবরন ও অন্যান্য শহরের পবিত্র ইসলামি স্থাপনাগুলোর ওপর অবৈধ দখলদারিত্ব চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রেরই অংশ।

পরিষদ দুই ইসরায়েলি বসতি স্থাপনকারীর ওই আচরণেরও নিন্দা জানায়, যারা কিছুদিন আগে আল-আকসা মসজিদের চত্বরে বিয়ের অনুষ্ঠান করার পর এবার মসজিদে ইবরাহিমেও একইভাবে বিয়ের অনুষ্ঠান করেছে। পরিষদ এটিকে আল-আকসা ও মসজিদে ইবরাহিমএই দুই পবিত্র ইসলামি স্থাপনার বিরুদ্ধে স্পষ্ট অবমাননা হিসেবে অভিহিত করে।

পরিষদ বলেছে, দখলদার ইসরায়েলি বাহিনী মিথ্যা অজুহাত দেখিয়ে মসজিদগুলোর প্রতি নিজের আগ্রাসী আচরণ অব্যাহত রেখেছে এবং ফিলিস্তিনি নাগরিকদেরকে সেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা দিচ্ছে। এইসব কার্যকলাপ মুক্ত ধর্মচর্চার অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি আন্তর্জাতিক আইন ও ঐতিহ্যের পরিপন্থী। পরিষদের মতে, এসব কাজ মূলত একটি সুপরিকল্পিত চক্রান্তের অংশ, যার উদ্দেশ্য ফিলিস্তিন থেকে আরব ও ইসলামি পরিচয় মুছে ফেলা।

পরিষদ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে, তারা যেন নৈতিক ও আইনি দায়িত্ব পালনের মাধ্যমে ফিলিস্তিনের পবিত্র স্থানগুলো রক্ষা ও সংরক্ষণের সর্বোচ্চ চেষ্টা করে এবং অবমাননা ও ইহুদিীকরণ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করে, কারণ এই পরিস্থিতি এখন এমন এক সংকটময় স্তরে পৌঁছেছে, যা উপেক্ষা করা যায় না এবং যা গোটা অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির কারণ হয়ে উঠছে।

অন্যদিকে, পরিষদ পশ্চিম তীরের ওপর ইসরায়েলের কর্তৃত্ব আরোপের লক্ষ্যে প্রণীত বিপজ্জনক পরিকল্পনাসমূহ এবং নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের বর্বর আক্রমণেরও নিন্দা করেছে। এসব আক্রমণের সর্বশেষ ঘটনায় উত্তর রামাল্লার সিঞ্জিল শহরে দুই যুবক শহীদ হয়েছেন এবং ফিলিস্তিনিদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল মুসলিম জ্ঞানী পরিষদ (Muslim Council of Elders)–ও মসজিদে ইবরাহিমের তত্ত্বাবধায়কত্ব ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং হেবরন পৌরসভা থেকে সরিয়ে ক্রিয়াত আরবার একটি ইহুদি ধর্মীয় কাউন্সিলে হস্তান্তরের এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে। 4295255#

captcha