OIC এক বিবৃতিতে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ইসরায়েলের প্রকাশ্য হস্তক্ষেপ এবং ধারাবাহিক আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাব এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন।
সংস্থা সিরিয়ার রাষ্ট্রীয় একতা, স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশটির জনগণের প্রতি সম্পূর্ণ সংহতি ও সমর্থন পুনর্ব্যক্ত করে।
OIC আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ইসরায়েলের বারবারের আক্রমণ বন্ধে পদক্ষেপ নেয়, যেগুলো শুধু সিরিয়াকে নয় বরং পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।
একইসঙ্গে, ২১টিরও বেশি ইসলামি সংস্থা একটি যৌথ বিবৃতিতে ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনের নিন্দা জানিয়েছে। তারা সিরিয়ার সব রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় গোষ্ঠীগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা বিদেশি হুমকি—বিশেষত ইসরায়েলি দখলদারিত্ব—এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকে।
বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়ার সামাজিক কাঠামোকে দুর্বল করার প্রচেষ্টা ও বিচ্ছিন্নতাবাদী পরিকল্পনার বিস্তার দেশটির জন্য বড় হুমকি। তাই জাতীয় ঐক্য ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
OIC ও অন্যান্য ইসলামি সংস্থাগুলোর বক্তব্য ইঙ্গিত দেয়, ইসরায়েলের এই আগ্রাসন শুধু একটি রাষ্ট্রের বিরুদ্ধে হামলা নয়, বরং এটি একটি বৃহত্তর আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির হুমকি। 4295058#