IQNA

শেখ মুহাম্মদ আহমাদ শাবীব-এর ব্যক্তিগত ঐতিহ্য মিশরের কুরআন রেডিওকে হস্তান্তর

16:57 - July 20, 2025
সংবাদ: 3477735
ইকনা- মিশরের কুরআন রেডিও সম্প্রতি দেশের প্রখ্যাত ক্বারি শেখ মুহাম্মদ আহমাদ শাবীব-এর কিছু মূল্যবান সাংস্কৃতিক সম্পদ ও ব্যক্তিগত ঐতিহ্য সংগ্রহ করেছে, যা দেশটির "ক্বারিদের জাদুঘর"-এ সংরক্ষণের জন্য গ্রহণ করা হয়েছে।

ক্বারিদের স্মৃতি সংরক্ষণ ও মিশরের খ্যাতিমান তিলাওয়াতকারীদের সম্মান জানানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কুরআন রেডিও কর্তৃপক্ষ এসব নিদর্শন ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে, যা শিগগিরই উদ্বোধন হতে যাওয়া ক্বারিদের জাদুঘরে স্থান পাবে।

এই কার্যক্রম মিশরের জাতীয় সম্প্রচার সংস্থার ঐ প্রকল্পের অংশ, যার উদ্দেশ্য হলোমিশর ও আরব বিশ্বের ওপর গভীর প্রভাব ফেলেছেন এমন প্রখ্যাত ক্বারিদের স্মৃতি ও অবদান দলিলবদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা।

এর আগে কুরআন রেডিও কর্তৃপক্ষ একই উদ্দেশ্যে মিশরের আরেক তিলাওয়াতকারি শেখ শাবান সাইয়্যাদ-এর কিছু ব্যক্তিগত জিনিসপত্রও সংগ্রহ করেছিল, যেখানে এই প্রচেষ্টায় বিভিন্ন সম্পাদক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেখ মুহাম্মদ আহমাদ শাবীব ১৯৩৪ সালের ২৫ আগস্ট মিশরের দাকাহলিয়া প্রদেশের মিত গামরের দানদিত গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫১ সালে আল-যাকাজিক ক্বেরাত ইনস্টিটিউটে ভর্তি হন এবং ১৯৫৭ সালে প্রখ্যাত ক্বারি আব্দুল ফাত্তাহ শাশাঈ-এর সঙ্গে মানসুরায় এক শোকসভায় তিলাওয়াতের মাধ্যমে খ্যাতি অর্জন করেন।

১৯৬১ সালে তিনি কণ্ঠনালির প্রদাহে আক্রান্ত হন এবং কিছুদিন তিলাওয়াত থেকে বিরত থাকেন, কিন্তু আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবার তিলাওয়াত শুরু করেন। ১৯৬৪ সালে তিনি আনুষ্ঠানিকভাবে রেডিওর ক্বারি হিসেবে নিযুক্ত হন।

১৯৭৩ সালে তাকে ইয়াসির আরাফাতের আমন্ত্রণে আল-আকসা মসজিদে কুরআন তিলাওয়াতের জন্য পাঠানো হয় এবং পরে তাকে "আল-আকসার ক্বারি" উপাধিতে ভূষিত করা হয়। তিনি ২০১২ সালের ৩ এপ্রিল ইন্তেকাল করেন। 4295295#

 

captcha