IQNA

করোনা মহামারীর চেয়েও অধিক ভয়ংকর অপরিকল্পিত লকডাউন 

0:01 - October 19, 2021
সংবাদ: 3470841
তেহরান (ইকনা): করোনা মহামারীর চেয়েও বিশ্বব্যাপী অপরিকল্পিত লক ডাউন থেকে উদ্ভূত অর্থনৈতিক মন্দার কারণে মানব সৃষ্ট কৃত্রিম দুর্ভিক্ষ , ক্ষুধা ও অনাহার অধিক মারাত্মক হতে পারে । তাই এখন থেকে সতর্কতামূলক ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার । 

খাদ্যসংকট অন্য সব সংকটের চেয়ে ভয়ঙ্কর ও মারাত্মক হতে পারে । তাই এ ব্যাপারে গুরুত্ব দেয়া উচিত । আর কোভিড ১৯ - এর মতো ভাইরাস ও রোগের প্রাদুর্ভাব কেন হয়েছে বা ভবিষ্যতে কি হতে পারে সে ব্যাপারে যথাযথ গবেষণা করে সমাধান বের করা । আর বিশ্বের বেহাল ও ভেঙ্গে পড়া চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও মৌলিক ভাবে চিন্তা ভাবনা করার সময় এসেছে ।
 
করোনা মহামারীর চেয়েও এই দুর্ভিক্ষ ও অনাহার মারাত্মক হতে পারে । তাই এখন থেকে সতর্কতামূলক ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার । খাদ্যসংকট অন্য সব সংকটের চেয়ে ভয়ঙ্কর ও মারাত্মক হতে পারে । তাই এ ব্যাপারে গুরুত্ব দেয়া উচিত । 
আর কোভিড ১৯ - এর মতো ভাইরাস ও রোগের প্রাদুর্ভাব কেন হয়েছে বা ভবিষ্যতে কি হতে পারে সে ব্যাপারে যথাযথ গবেষণা করে সমাধান বের করা । আর বিশ্বের বেহাল ও ভেঙ্গে পড়া চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও মৌলিক ভাবে চিন্তা ভাবনা করার সময় এসেছে ।
 
করোনা ভাইরাসের গতি প্রকৃতি ও স্বরূপ নিয়ে বর্তমানে তথাকথিত প্রচলিত চিকিৎসা ব্যবস্থা ( Modern Medical System ) পড়েছে যথেষ্ট বিপাকে । কারণ বহু দিন ধরে বিদ্যমান সাধারণ মৌসুমী ফ্লু ও ইন্ফ্লুয়েঞ্জাই ঠিক মতো ভালো করতে পারে নাই এ চিকিৎসা ব্যবস্থা। যে ভ্যাক্সিনগুলো রয়েছে তা কখনো কখনো মোটামুটি জবাব দেয় আবার কোনো কোনো সময় ফল প্রসু ও কার্যকর হয় না । 
 
তাই ইন্ফ্লুয়েঞ্জা ভ্যাক্সিন গুলোর কার্যকারিতা সংক্রান্ত মেডিক্যাল ও ক্লিনিক্যাল রিপোর্ট গুলো জটিল , দুর্বোধ্য , দ্ব্যর্থতাব্যঞ্জক ও এক ধরণের সবিরোধিতা পূর্ণ । তাই বলা যায় যে এগুলো এক প্রকার অস্পষ্ট । অতএব কোভিড ১৯ ভ্যাক্সিনের পরিণতি কি এমন হবে ? অতিরিক্ত আশা বাদিতা হয়তো কল্যাণকর হবে না। তাই এ ব্যাপারে সতর্কতামূলক আচরনই হবে যুক্তিসংগত ।

ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

 
 

 

captcha