IQNA

হযরত ফাতিমা যাহরার শাহাদাত দিবস উপলক্ষে শোক গাঁথা

0:01 - December 18, 2021
সংবাদ: 3471149
তেহরান (ইকনা): নবীকন্যা ও বেহেশ্তে নারীদের সম্রাজ্ঞী হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা  মাত্র আঠারো বছরের সংক্ষিপ্ত আয়ুষ্কালে তিনি জীবনের প্রত্যেকটি অঙ্গনে এমনভাবে কদম রেখেছেন যে, পরম উপাস্যের একত্বের সৌন্দর্য সত্তার শুভ্র তাজাল্লি তাঁর প্রাণের দর্পণে প্রতিফলিত হয়েছে। 

১৩ জুমাদাল উলা খাতূনে জান্নাত হযরত ফাতিমা যাহরার শাহাদাত দিবস উপলক্ষে শোক গাঁথা ফার্সি থেকে অনুবাদ করেছেন ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান।  
 
পরিবেশনা : মোহাম্মাদ হোসেইন পুয়ন্ ফার্
 
 
 
 
 
 
এই মদার্ এই মদার্ এই মদার্
হে মা হে মা হে মা ফাতেমা
 
এই মদার্ এই মদার্ এই মদার্
হে মা হে মা হে মা ফাতেমা
চদোরাত্ র বেতেকন্ রুযীয়ে ম র বেফেরেস্ত্
দাও নাড়া তব চাদর * কর মোদের কে আশীর্বাদ 
এই কে রুযীয়ে দো অলাম্ আয্ চদোরে থোস্ত্
তব চাদর হতে উৎসারিত হে মা জননী !
( মহান আল্লাহর অনুমতি ক্রমে )দো জাহানের ** আশীর্বাদ ও রিযিক - রুযী
এই মদার্ এই মদার্ এই মদার্
হে মা হে মা হে মা ফাতেমা 
মানায্ খকে প য়ে থো সার্ বার্ না দ রাম্ ( ২ )
আমি উঠাব না কভু তোমার চরণ তল হতে মোর শির (২)
মাগ্যার্ লাহযেই কে দেগার্ সার্ না দ রাম্ (২)
কেবল ঐ মুহূর্ত ব্যতীত যখন আর থাকবে না মোর শির (২)
মাগিরায্ সারাত্ সয়েয়ে চদোরাত্ র
তব চাদরের ছায়া মাথার উপর থেকে নিও না সড়িয়ে
পা ন হী আযীন্ খেইমেহ্ বেহথার না দ রাম্
আর কোনো উত্তম আশ্রয় ( পানাহ ) নেই যে আমার এ খিমার ( তাঁবু ) চেয়ে 
* চাদর : জিলবাব অর্থাৎ বোরকার চাদর
** দো জাহান : দুই জগৎ অর্থাৎ দুনিয়া ও আখেরাত
 
অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান
১৩ জুমাদাল্ উলা , ১৪৪৩ হি.

 

captcha